আসসালামু আলাইকুম।
সার্বিক পরিস্থিতি আর সাময়িক বিবেচনায় সাধারণ জনগণের চাহিদার প্রশ্নে Dangerous Force নতুন অঙ্গিকারে অঙ্গিকারবদ্ধ।
প্রযুক্তি আমাদের যেমনি ভাবে সাহায্য করে স্বাভাবিক জীবনক গতিময় করতে তেমনি ভাবে এই প্রযুক্তিই আবার থমকে রাখতে পারে স্বাভাবিক জীবনকে।
ব্লাকমেইল,হ্যারাজমেন্ট, মিথ্যা অপপ্রচার কিংবা যেকোনো ধরনের সমস্যায় সাথে পাবেন Dangerian দের।
হ্যারাজমেন্টকারী যে ই হোক না কেনো হোক সে কোনো স্পামার অথবা আমাদেরই গ্রুপমেট অথবা রাজনৈতিক প্রভাবশালী, ফোর্স প্রতিটি ক্ষেত্রেই আপনাদের সার্বিক সহযোগিতায় সোচ্চার।
.
সাহায্য পাওয়ার জন্য নিন্মোক্ত বিষয়গুলো জেনে নিন-
.
★এখানে আইডি হ্যাক করা হয় না,তাই "একটা আইডি হ্যাক করে দিবেন" এজাতীয় পোস্ট এবং মেসেজ থেকে বিরত থাকুন।
.
★ নাস্তিক সম্বোধন করে কারো আইডি লিংক পোস্ট করলে অবশ্যই কমেন্ট বক্সে তার নাস্তিকতার প্রমাণস্বরুপ স্কিনশট দিবেন।
.
★ফেসবুক,টুইটার, ইন্সটাগ্রাম কিংবা কোনো সোস্যাল মিডিয়ায় কারো দ্বারা হ্যারেজমেন্ট কিংবা ব্লাক মেইলের স্বীকার হলে আমাদের নির্দ্বিধায় জানান।
.
পাবলিকলি জানাতে এবং প্রকাশে অসম্মতি থাকলে সেটা অবশ্যই ইনবক্সে জানাতে হবে, আপনার প্রাইভেসির ১০০% নিশ্চয়তা থাকবে ইন-শা-আল্লাহ।
.
.
★হ্যারেজমেন্ট/ব্লাকমেইল প্রবলেমের ক্ষেত্রে প্রমাণস্বরুপ স্কিনশট দেখাতে সংকোচ থাকলে সিনিয়র এডমিনদের সাথে কথা বলতে হবে। আশা করি তারা আপনার পরিস্থিতি বুঝে ব্যাবস্থা গ্রহন করবেন।
.
★গ্রুপে কোনো প্রকার অশ্লীল ভাষা ব্যাবহার করে কোনো মেম্বার/এডমিনদেন কটুক্তি করা যাবে না,
কারো কোনো ব্যাবহার খারাপ লাগলে সিনিয়র এডমিনদের নজরে বিষয়টি দিবেন। 
.
ধন্যবাদ।
জয় ডেঞ্জারাস ফোর্স 
Reviewed by Akash ahmed on August 13, 2018 Rating: 5

No comments:

Dangerous Force 2012-19
Powered by Blogger.