"""আর জে রেহান ভাই এর ফেক আইডি মুছে দিল DF Technicians রা"""



"DF Technicians দের আরো একটি সফল মিশন"


আইডির নাম - Zion Rahman Khan
অপরাধ - প্রতারনা ও ভণ্ডামি।
.
আইডি টা মুলত রেডিও টুডে এর জনপ্রিয় আর জে Rehaan Rasul ভাইয়ের নাম ও ছবি ব্যবহার করে খোলা।
আইডিটা অল্প কিছুদিনেই অনেক ফেমাস হয়েছিল।
কিছু কিছু ছবিতে ৭-৮ হাজার পর্যন্ত লাইক ও পড়তো।
রেহান ভাইয়ের দুর্লভ কিছু ছবিও আপলোড দেয়া হয়েছিল আইডিটা থেকে।
এ পর্যন্ত তেমন কোনো সমস্যা ছিল না,তবে সমস্যা হচ্ছে আইডিটা নিয়ে রীতিমতো ব্যবসা শুরু করেছিলো এই ফেক আইডিটার মালিক,
(স্ক্রিনশটে দেখুন)
সে বেছে বেছে শুধু মেয়েদের এড করতো আর একটা মেসেজ কপি করে সব মেয়েদের সেন্ড করে টাকা চাইতো।
আরো ভয়ংকর ব্যাপার হচ্ছে অনেক বোকাচুদা মেয়ে টাকা দিয়ে দিতো।
তারা সত্যিই বিশ্বাস করতো এটা Rehaan rasul ভাই এর আইডি।
এতে করে রেহান ভাইয়ের রেপুটেশন নষ্ট হচ্ছিলো।
যা আপনারা স্ক্রিনশট গুলো দেখলেই বুঝতে পারবেন।
তাই এই ফেক আইডিটা আর জে Rehaan Rasul ভাইয়ের অভিযোগ এর প্রেক্ষিতে Dangerous Force এর পক্ষ থেকে ডিজেবল করে দেয়া হলো।
যাতে কেউ আর এই ধরনের প্রতারনার স্বীকার না হয়।
ডেঞ্জারাস ফোর্স সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিল,আছে এবং থাকবে।
এ ধরনের আরো কোনো প্রতারক পেলে আমাদের জানাতে পারেন,
আমরা এদেরকে ফেসবুক থেকে বিদায় করার ব্যবস্থা করবো।✌




..
আমাদের অফিশিয়াল গ্রুপ লিংক - Dangerous Force (Group)
আমাদের অফিশিয়াল পেইজ -
Dangerous Force (Page)









Lets tell together

WE DON'T CARE
WE DON'T FEAR
WE ARE OUT OF RULES 

"""আর জে রেহান ভাই এর ফেক আইডি মুছে দিল DF Technicians রা""" """আর জে রেহান ভাই এর ফেক আইডি মুছে দিল DF Technicians রা""" Reviewed by Surgey Brin on September 09, 2018 Rating: 5
Dangerous Force 2012-19
Powered by Blogger.