জীবনে সফল হতে কে না চাই?

গল্পঃজীবনে সফল হতে কে না চাই।
লেখকঃ Md. Sakil Ahmed
posted on:November 21 at 12:33 AM


-------------------------------------------------------------
জীবনে সফল হতে কে না চাই। সফলতার সংগ্রামটা সেই ছোট্টবেলা থেকেই। যখন ঠিক মতো কথা বলতে শিখিনি, সেই সময়ের আধো আধো কথাতেই জোড়পূর্বক উচ্চারিত হতো অ,আ কিংবা A,B,C,D। উদ্দেশ্য প্রকট, জীবনে সফল হতে হবে।

সফলতার দৌড়ে শৈশব কৈশোর আর যৌবনের সাথে সাথে মিলিয়ে দিচ্ছি প্রতিটি মূহুর্ত।
শপথ একটাই, জীবনে আমার সফল হতেই হবে।
সফলতার জন্যই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক আর স্নাতক সম্মানের অধিকারী হয়ে উঠি।
কিন্তু তাতেও আমরা সফল হয়ে উঠিনা পরিপক্কভাবে।সফলতার কথায় শিক্ষানে টেনে আনায় বিজ্ঞরা বলতে পারেন শিক্ষিত হবার জন্য, প্রকৃত মানুষ হবার জন্যই শিক্ষা অর্জন করি আমরা, সেটাকে সফলতা বলে না।
জ্বী জনাব, আপনার জন্যই একটা প্রশ্ন, মানুষের মতো মানুষ হবার জন্য যদি শিক্ষার প্রয়োজন থেকে থাকে তাহলে প্রতিটি মাধ্যমিকের শিক্ষার্থীই একেকটা আর্দশ এবং প্রকৃত মানুষ হবার শিক্ষা পেয়েছে তার মাধ্যমিক পর্যায়েই। মানুষ হবার শিক্ষার জন্য পরবর্তী শিক্ষার ধাপগুলোর প্রয়োজন ছিলো না।

মূলত আমরা আমাদের শিক্ষার প্রয়োজনটা সফল হবার তীব্র ইচ্ছায়, যে ইচ্ছাটা গড়ে তুলে লালন করে চলেছি বাল্যকাল থেকেই।

শিক্ষার শেষ না থাকলেও পাঠ্যক্রম আর পুস্তক বিদ্যার সমাপ্তিতেও সফলতা হাতে ধরা দেয়না।

কারণ সে সমাপ্তির পরেই, আদর্শ মানুষের খেতাব পাওয়ারও একযুগ পরে সফলতার প্রকৃতরুপটি দৃষ্টিগোচর হতে থাকে।
শিক্ষা দিয়ে জীবন চলে না, হয়তো একথারও ত্রুটি ধরবেন অনেকে। আপত্তি করবো না, কিন্তু সম্পদহীন জীবনকে যে ঠিক সফলতা বলা চলে না ত্রুটিনির্দেশক নিজেও একথাকে অস্বীকার করতে পারেন কি??
ছেলে পড়াশোনা শিখবে, মানুষের মতো মানুষ হবে, বাবা মায়ের মুখ উজ্জল করবে। পরিশেষে সংসারের হাল ধরবে আর সেটিই জগতের পকৃত সফলতা!
এতো সব সফলতার মাঝে আমাদের চরম ব্যার্থতা হলো আমরা সফলতার মানে বুঝতেই ব্যার্থ।

জীবনের প্রতিটি ক্ষণে বুক ভরে নিশ্বাস নিতে পারার সফলতাকে যদি বাল্যকালেই শিখতাম তাহলে প্রকৃতপক্ষে সফলতাকে চিনে নিয়ে জীবনের সবথেকে বড় ব্যার্থতাকে লুকিয়ে ফেলতে পারতাম শেকড় থেকই।
পৃথিবীর সর্বোচ্চ বৈচিত্র্যতায় পরিপূর্ণ এক অদ্ভুত জীব আমরা, অল্পে অনিচ্ছুক আবার বিস্তরে অপারক!! সত্যের থেকে আবার মিথ্যেতেই আমরা ভরসা পাই কারণ। সত্যের ভিতর রস নেই যা পরিপূর্ন মিথ্যেতে।
বুকভরা নিশ্বাস যখন সফলতা তখন প্রতিটি মূহুর্তে নিজের সফলতায় সুখী হওয়ারর কথা ভূলে আমরা সেই সফলতাকে খানিকটা রঙ মাখাতে চাই। ভালো থেকে আরো বেশি ভালো থাকতে কে না চায়। আর তাতে ক্ষতিরও কিছু নেই। তবে ব্যার্থতা তখন যখন আমরা আরেকটু বেশি ভালো থাকাকে প্রাধান্য দিয়ে ভালো থাকার সুখটুকুই ভূলে যাই।
এখন হৃদস্পন্দন থেমে একটু পরে আমি নিজেই অতীত, সেখানে আগামীর চিন্তা ভালো থেকে ভালোতম হওয়ার চেষ্টায় জীবনকে বিষন্ন রাখা আর অর্থের পিছনে ছুটে প্রকৃত সুখকে হারিয়ে ফেলার মতোই জীব আমরা।

জন্মগত সূত্রেই আমরা সফল। আমাদের শিক্ষা,সমাজ আর পরিপার্শ্বিকই আমাদের সে সফলতাকে ভূলিয়ে রাখে, জীবন্ত পুথে ফেলে প্রতিনিয়ত, দূরত্ব তৈরী করে সফলতা থেকে। তবুও আমরা সফল আমরাই মানি না সে সফলতাকে।

মূলত আমাদের ব্যার্থতার বীজ আমরাই স্ব-হাতে বপন করি, আমরাই অসুখী হিসেবে পরিচয় করাই নিজেকে নিজেদের কাছে। চিন্তাধারার একটু পরিবর্তনই পারে জগতের সব অসুখকে নিমিষে ভুলিয়ে দিতে, কিন্তু তাতে কি আদৌও সুখী হবো আমরা!শিক্ষা না থাকলে করবো কি! আর সম্পদ??

আবারও অসুখী আমরা, আসল কথা সুখ সহ্য হয়না এ মানবজাতীর। তারপরও সুখ সুখ করে চিল্লাই, আহা জীবনটা তো পার করতে হবে, সেটার জন্য কিছু তো একটার অভাব থাকা চাই!!!
সমাপ্ত-----------------------------------------------------
জীবনে সফল হতে কে না চাই? জীবনে সফল হতে কে না চাই? Reviewed by Surgey Brin on November 23, 2018 Rating: 5

1 comment:

  1. nba game predictions 2021 - CasinoInjapan 메리트카지노 메리트카지노 10bet 10bet fun88 soikeotot fun88 soikeotot 214spades for two (two) - legalbet.co.kr

    ReplyDelete

Dangerous Force 2012-19
Powered by Blogger.