বাংলাদেশের হ্যাকিং ও স্প্যামিং টিম গুলোর যাত্রা || Dangerous Force DF

কিভাবে বাংলাদেশের হ্যাকিং ও স্প্যামিং টিম গুলোর যাত্রা শুরু?জানতে তো ইচ্ছা করে তাইনা?তো চলুক তা যানা যাক ।
সাল টা ২০১১।ভারতের বর্ডার গার্ড এর গুলিতে নিহত হয় বাংলাদেশি এক কিশোরী। নাম ছিল তার ফেলানী।তৎকালীন সময়ে ভারতের বর্ডার গার্ডের নিপীড়ন এর স্বীকার হয় বেশ কিছু বাংলাদেশি। ফেলানী হত্যাকান্ড গড়ে তোলে তুলুম তোলপাড়। বিষয় টি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।তখন এর প্রতিবার করতে বাংলাদেশের তরুণ এক সুর্য সন্তান দের দল গড়ে তোলে "বাংলাদেশ সাইবার আর্মি" নামক একটি হ্যাকিং টিম।এবং তারা ভারতীয় বিভিন্ন সরকারি বেসরকারি ওয়েব সাইট হ্যাক করে তাতে নিজেদের বার্তা ঝুলিয়ে দেয়,,ডাউন করে দেন অনেক গুরুত্তপূর্ণ ওয়েব সার্ভার।এর প্রতিবাদে ইন্ডিয়ান হ্যাকার রা অন্য দেশের হ্যাকার দের সাথে হাত মিলিয়ে পাল্টা আক্রমণ শুরু করে।শুরু হয় সাইবার ওয়ার।বাংলাদেশ ব্লাক হ্যাট হ্যাকার্স এবং এক্সপার্ট সাইবার আর্মি নামক আরো একটি গ্রুপ প্রতিষ্ঠিত হয় সে সময়। বাংলাদেশ সাইবার আর্মির সাথে বাকী গ্রুপ গুলো ও ঝাপিয়ে পড়ে ইন্ডিয়ান সাইবার স্পেসে,,জয় টা আমাদের ই ছিল।এরপর ফরেইন স্প্যামার এবং হ্যাকার দের আনাগোনা বাড়তে থাকে বাংলাদেশের সাইবার স্পেসে।এবং সাইবার সেনাদের অনেক নতুন গ্রুপ প্রতিষ্ঠিত হতে থাকে।ডেঞ্জারাস ফোর্স এর পক্ষ থেকে সকল সাইবার সেনাদের জন্য রইল বিনম্র শ্রদ্ধা।
বাংলার সাইবার স্পেস,রাখিব মুক্ত।

We don't care
We don't fear
We are out of rules
বাংলাদেশের হ্যাকিং ও স্প্যামিং টিম গুলোর যাত্রা || Dangerous Force DF বাংলাদেশের হ্যাকিং ও স্প্যামিং টিম গুলোর যাত্রা || Dangerous Force DF Reviewed by Surgey Brin on December 09, 2018 Rating: 5

No comments:

Dangerous Force 2012-19
Powered by Blogger.