Rules of Dangerous Force || DF



Dangerous Force-DF
 ডেঞ্জারাস ফোর্সের নীতিমালা সমূহ
Policies of Dangerous Force


ডেঞ্জারাস ফোর্স একটি বাংলাদেশি স্প্যামিং টিম।স্প্যামারদের পাশাপাশি রয়েছে বিপুল সংখ্যক ডিফেসার,ফ্রিল্যান্সা­র,শিক্ষার্থী,প্রবাসী­ এবং সামরিক বাহিনীতে কর্মরত কিছু মেধাবী মুখ।

২০১২ সালের ২০ জুন টিমটি 'কাকা' নামের একজন প্রতিষ্ঠা করে থাকেন।এই নামটি তার ভার্চুয়াল নাম।কালের পরিবর্তনে অনলাইনে হ্যারাস্ম্যান্ট,নাস্­তিকতা, অপপ্রচার, সরকারবিরোধী গোষ্ঠীর অপপ্রচার বৃদ্ধি পাচ্ছে।ডেঞ্জারাস ফোর্স ইতিমধ্যেই এসব অপ-তৎপরতার বিরুদ্ধে লড়ে আসছে । আমরা বাংলাদেশের দুইটি বড় মুভমেন্ট এ অংশ নিয়েছি।যা ছিল 'কোটা আন্দোলন' এবং 'নিরাপদ সড়ক আন্দোলন'।গুজব ছড়ানো কয়েক হাজার ফেসবুক পেইজ/আইডি নস্ট করেছি আমাদের মিশনে।

এর পর থেকে বিপুল ছেলেমেয়ে ডেঞ্জারাস ফোর্সের হয়ে দেশের সেবা করার জন্য আবেদন জানান।কিন্তু কাঠামো জতিলতায় আমরা তখন সদস্য নিতে পারিনি।এই সদস্য নিয়োগ পদ্ধতি পুণরায় শুরু হয়েছে।যারা আগ্রহী তাদের জন্য নিম্নে নিয়মাবলী প্রদান করা হলোঃ

★ডেঞ্জারাস ফোর্সের অংশগ্রহণকারী প্রত্যেক ছেলেমেয়েকেকে ডেঞ্জারাস ফোর্সের নীতিমালা অনুসরণ করতে হবে।
★ডেঞ্জারাস ফোর্সে থাকাকালীন সময়ে অন্য কোণো টিমে থাকা যাবেনা।
★কারো ব্যাক্তিগত খারাপ কাজের দায়ভার ডেঞ্জারাস ফোর্স কখনো নিবে না।
★টিমের সিনিয়র সদস্য দের সাথে বিনয়ী এবং নম্র-ভদ্র ভাবে কথা বলা অপরিহার্য।
★ডেঞ্জারাস ফোর্সের অফিশিয়াল গ্রুপে নিয়মিত নিজের উপস্থিতি তুলে ধরতে হবে।
★জনগণের চাহিদা অবশ্যই পূরন করার মনমানসিকতা থাকা অপরিহার্য।
★ধর্ম বিরোধী, সরকার বিরোধী কোনো কথা বলা সম্পূর্ন ভাবে নিষিদ্ধ।প্রত্যেক ধর্মের সদস্য অন্য ধর্মের সদস্য দের সম্মান প্রদর্শন করবে ।
★নিয়মিত গ্রুপে সর্বনিম্ন ২ ঘন্টা সময় দেয়া লাগবে। দিনের যে কোনো সময়ে সদস্য গণ তা দিতে পারবে।
★টিমে থাকাকালীন তাদের একটি গোপনীয় চ্যাট গ্রুপে এড দেয়া হবে,তারা সেই চ্যাট গ্রুপের তথ্য ফাশ করতে পারবেনা।আর জদি করে এবং তা প্রমাণিত হয় তবে তার জন্য শাস্তির ব্যাবস্থা করা হবে।
★""ডেঞ্জারাস ফোর্স রেজিস্ট্রেশন"" সিস্টেমের অধীনে রেজিস্ট্রেশন করে টিমে আসা লাগবে।রেজিস্ট্রেশন করতে NID/SCHOOL DOCS/BIRTH CERTIFICATE/­DRIVING LICENSE এসবের যে কোনো একটি ব্যাবহার করতে পারবেন।গোপনীয়তারক্ষার্থে তারা বার্থ ডেট/আইডি নাম্বার হাইড করে দিতে পারবে।
★সদস্য যেই ডকুমেন্ট দিয়ে রেজিস্ট্রেশন করবে সেই ডকুমেন্ট এ থাকা নাম তার ফেসবুকের নামের সাথে মিল থাকা বাধ্যতামূলক। 
★নিজ দেশীয় অবস্থিত কোনো পাবলিক গ্রুপ/পেইজ/একাউন্ট এর উপর মিশন পারফর্ম করা যাবেনা। যদি না সেগুলো হয় নবীন প্রজন্মের জন্য হুমকির কারণ।
★এসব রুলস ভায়োলেট করলে এডমিন মহোদয় গণ সদস্য দের ফোরাম থেকে বের করে দেয়ার ক্ষমতা রাখেন।

পরিশেষ,, ডেঞ্জারাস ফোর্স শুধুমাত্র সাধারণ মানুষের।বঙ্গবন্ধুর আদর্শে ফোর্সের প্রত্যেক সদস্য ভরপুর। সুন্দর একটি সাইবার স্পেস উপহার দেয়াই আমাদের একমাত্র লক্ষ্য।বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তৈরীতে আমরা বদ্ধ পরিকর।


We don't care

We don't fear

We are out of rules




Rules of Dangerous Force || DF Rules of Dangerous Force || DF Reviewed by Anonymous on July 15, 2019 Rating: 5

No comments:

Dangerous Force 2012-19
Powered by Blogger.