মিশন অফ এ গ্যাংস্টার || পর্ব-১

ব্লাক স্যাডো  ==> পর্ব-১
লেখকঃ আবুকাহার ইসলাম


"আঁকাবাঁকা নদী।
নদীর ধারে গড়ে ওঠা বিশাল ক্যাম্প সে ক্যাম্পেরএকমাত্র পরিচালক কাহার
ক্ষমা মায়া এবং দান এই তিনটা বাদে সব ধরণের গুণ আছে তার  মাঝে।তবে দু-হাতে স্নাইপার চালানো তাঁর অদ্ভুত গুণ বলা চলে।"
এতটুকু পড়ে হিমু বইটি রেখে দিলো।
অনেক গল্প পড়েছে সে কাহার নামে লোকটিকে নিয়ে।তবে এবার ইচ্ছে ছিলো লোকটির জীবন কাহিনী পড়বে।ইচ্ছে অনুযায়ী বইও কিনে এনেছে।ভাগ্যক্রমে পড়তে ভাললাগছে না।
মন চাইছে কাহারেরমুখে মূল ঘটনা জানতে।
শখ পূরণ করতে কিছুক্ষণ বাদে হিমু রাকিবে নাম্বারে কল করলো
- হ্যালো।
- জ্বি লিডার।
- চট্টগ্রাম যাবো।গাড়ি রেডি কর।
- হঠাৎ চট্টগ্রাম?
কাহারের সাথে দেখা করতে।
- কোন কাহার ব্লাক স্যাডো  বস্?
- হুম।
- ওহ্ মাই গড।আপনি কি বলছেন জানেন?ওনার সাথে দেখা করতে গেলে তো বেঁচে ফিরা মুশকিল হয়ে যাবে।
- তা আমার চেয়ে ভালো আর কেউ জানেনা।ওর সম্পর্কে অনেককিছু পড়া হয়ে গেছে।
- ওনায় নিয়ে লেখা বই পড়েন আপনি?চার ক্যাডারের চরিত্র দারুণ ইন্টারেস্টিং না লিডার?
- রাকিব,জাহিদ,আকাশ, সেফুল এর কথা বলছিস?
- জ্বি।সত্যি অদ্ভুত একটা গ্যাং।ওনাদের করা কাজ,পুরোটা যেন কল্পনা।
- হাহাহা।তা তো বটেই।প্রথমবার টক্কর নেওয়ার মতন কোনো দল পেয়েছি।যাত্র দারুণ রোমাঞ্চকর হতে চলেছে।
- আপনি কোনভাবে!
- হাহাহা,হুম।তোর ধারণা ঠিক।
- মরতে হবে লিডার।
- তোকে যা বলছি তাই কর।আমি তিন ঘণ্টা পর ক্যাম্পে আসছি।
- ওকে।আমি সব রেডি করছি।কিন্তু লিডার,যা করবেন ভেবে করবেন।
- ভাবা হয়ে গেছে।এখন রাখছি,বাই।

কল কেটে গেলো।
শুরু হলো হিমুর  হাসি।ভয়ংকর সে হাসির শব্দ।
সাধারণ মানুষ এমন আতংকময় হাসি কখনো হাসতে পারে না।
(২)
ব্লাক স্যাডো গ্যাংয়ে আজ উদযাপন হচ্ছে।আকাশের জন্মদিন উদযাপন।
পুরো ক্যাম্প জুড়ে চলছে আনন্দ-উল্লাস।
সেই আনন্দ-উল্লাসের মাঝে আচমকা রেড লাইনে মেসেজসেফুল মেসেজ চেক করে দেখে চারটি বাক্য লেখা।
"মরতে হলে রও,
বাঁচতে হলে পালাও।
টার্গেট করেছে এবার,
সাইকো পাগলের দল।"
সেফুল মেসেজের আগা-মাথা কিছু না বুঝে জাহিদের কাছে গেলো।
- দোস্ত দেখতো,মেসেজের অর্থ কি?
- রেড লাইনের মেসেজ?
- হুম।
- তাহলে আমারে মাফ কর।বস্ আমাদের ছুটি দিছে।আজ মরে গেলেও গ্যাংয়ের কোনো কাজ করবো না।
- দোস্ত প্লিজ।খুব দরকারি একটা মেসেজ।
- হেহেহে,রেড লাইনের মেসেজ দরকারি ছাড়া ফালতু হয় কখনো!কিন্তু তুই বুঝোস না কেন,আমার ওভার লোড হয়ে গেছে।
- ওরে শালা,মদ খেয়ে.…..!
- চোপ।কেউ শুনে ফেলবে।

শেষ বাক্য শুনে সেফুল হাসি আটকে রাখতে পারলো না।মাতলামো করছে আবার সবার থেকে ব্যাপারটা আড়াল করতে চাইছে।অদ্ভুত!!
তবে থেমে থাকলে চলবে না।মেসেজের অর্থ জানতে হবে।
এর জন্য সে রাকিবকে খোঁজ করতে লাগলো।
সৌভাগ্যবশত কিছুক্ষণ বাদে পেয়েও গেলো।
ছাদে দোলনায় হেলান দিয়ে শুয়ে আছে।
সেফুল  রাকিব শোয়া দেখে পেট বরাবর মারলো এক ঘুষি।
পরক্ষণে রাককিব লাফিয়ে উঠে চিল্লাতে লাগলো,'কে..কে..কে?'
সেফুল কঠোর ভাবে দাঁড়িয়ে বললো,'আমি।'
- ও,কি হইছে বল।
- একটা মেসেজের অর্থ বলে দে।
- ওহ্।তোর কপাল খারাপ দোস্ত।
- কেন?
- ওভার লোড।
- তোরা শালা একটাও মানুষ না।দু'বোতল রেড ওয়াইন দুজন মেরে দিয়েছিস?
- উঁহু!চার বোতল মেরেছি।
- মানে?
এর মধ্যে আকাশ ছাদে হাজির।
রাকিব  আকাশের  দেখা পেয়ে বললো "আকাশ আসছে,ওর সাথে কথা বল।আমি ঘুমাই।আর একবার ডিস্টার্ব করলে ছাদ থেকে ফেলে দিবো।মিম কত সুন্দর করে আমার গালে পাপ্পি দিচ্ছে।এই আছিয়া ঠোঁটে একটা দাও প্লিজ।স্বামী সেবা করলে আল্লাহ্ তোমাকে বেহেশত দান করবে।এইতো আরো কয়টা দাও ঠোঁটে।"
এমন আরো কিছু আজগুবি কথা বলতে বলতে রাফসান ঘুমিয়ে গেলো।
সেফুল এবার আকাশের  মুখের কাছে নাক নিয়ে জিজ্ঞাসা করলো "তোরও কি ওভার লোড দোস্ত?"
আকাশ মুখ সরিয়ে নিয়ে বললো "আর শালা ওভার লোড।বস্ চারজনের জন্য যে চার বোতল রেড ওয়াইন আনছিলো তা সব শেষ।জাহিদ রাককিব  দু'বোতল করে মেরেছে।"
- হোয়াট?ঘুম থেকে উঠুক শালার দল।আপাতত তুই একটা হেল্প কর।
- কি হেল্প?
- রেড লাইনে আসা মেসেজের অর্থ বলে দে।
- কোথায় দেখি।

সেফুল আকাশকে মেসেজ দেখালো।
মেসেজটা সাধারণ এবং অসাধারণ দুটি ভাব প্রকাশ করে।
আকাশ নিজে মেসেজ পড়ে কিছু বুঝে উঠতে পারছে না।
অতঃপর উপায়হীন হয়ে সে বললো "ডিভাইসটা আমার কাছে দে।আমি নেটে দেখি কোনো ক্লু পাই কি না।"
(৩)
মিম  ঘুমিয়ে আছে।
কাহার  তিন ঘণ্টা যাবত চেষ্টা করছে মেয়েটাকে জড়িয়ে ধরার।
আফসোস!সাহসে কুলাচ্ছে না।
এবার সে ডেকে ফেললো,'মিম ।ঘুমিয়ে গেছো?'
মমিম চোখ খুলে এক ঝাড়ি,'দেখতে পাচ্ছো ঘুমাচ্ছি।তাহলে এভাবে চেঁচানোর মানে কি?মুডটা নষ্ট হয়ে গেলো।'
- আচ্ছা সরি।আমি ঘুম পাড়িয়ে দিবো?
- না।সবসময় স্পর্শ করার ধান্দা।
- তোমায় স্পর্শ না করলে কাকে করবো জান?
- একদম আলগা প্রেম দেখাবা না।
- রেগে আছো?
- না,রেগে থাকবো কেন?তুমি কিছু করছো?
- হুম।
- কি করছো?
- রাতে দেরি করে বাসায় আসছি।
- এটা কোনো ভুল হলো!চুপচাপ ঘুমিয়ে পড়ো।
- তোমায় জড়িয়ে না ধরলে ঘুম আসে না।
-To be con........

মিশন অফ এ গ্যাংস্টার || পর্ব-১ মিশন অফ এ গ্যাংস্টার || পর্ব-১ Reviewed by Surgey Brin on March 08, 2019 Rating: 5

No comments:

Dangerous Force 2012-19
Powered by Blogger.